চুম্বনরত তরুণ-তরুণী সাত তলা থেকে পড়ে গিয়ে প্রাণ হারাল। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ লন্ডনের ডেপ্টফোর্ডে।
পুলিশ জানিয়েছে, ডেপ্টফোর্ডের নাইটস টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই দুজনের।
নিহত ১৯ বছরের তরুণী রাশিয়ার নাগরিক। নাম আনাস্তেসিয়া টুটিক। নিহত তরুণ মেক্সিকোর নাগরিক। ১৮ বছরের ওই তরুণের নাম মিগুয়েল। পড়াশোনার জন্য ইংল্যান্ডে ছিল তারা।
বুধবার মধ্যরাতের ঘটনার কথা বলতে গিয়ে শিউরে উঠছেন প্রতিবেশীরা। পড়ে যাওয়ার কিছুক্ষণ আগেই তারা দেখেছিলেন, তরুণকে জড়িয়ে ধরে মেয়েটিকে ব্যালকনির দিকে যেতে। আর তারপরই ব্যালকনি থেকে প্রায় ৩০ মিটার নিচে মাটিতে পড়ে যায় দুজনেই। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মউরিন ফ্লিন নামের পাশের বিল্ডিংয়ের এক বাসিন্দা বলেছেন, "আমি তাদেরকে হাসতে, মজা করতে দেখেছিলাম। ব্যালকনিতে বসেছিল তারা। অত্যন্ত স্বাভাবিক এই ঘটনার পরিণতি যে এমন হবে তা কে ভাবতে পেরেছিল! হঠাৎ করেই মেয়েটির চিৎকার করে বলল, না..! আর তারপরই তাদের ব্যালকনি থেকে পড়ে যেতে দেখল আমার এক বন্ধু।"
দুজনের এই মৃত্যুর ঘটনায় সন্দেহের কোনও অবকাশ নেই বলে মনে করছেন তদন্তকারীরা।