শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ভারতের। দেশটির ভারতের অধিবাসী ১৩ বছর বয়সী আরশিদ আলী খানের রয়েছে ৭ ইঞ্চি লম্বা লেজ। খবর ডেইলিমেইল।
আরশিদ আলীর লেজের খবর চারদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ায় এক শ্রেণীর মানুষ এটাকে অলৌকিক ঘটনা হিসেবে বিশ্বাস করতে শুরু করেছেন। এই কিশোর সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবতা হনুমান আর ভক্তিবাদী মুসলমানদের কাছে পীরের মতো। অন্যান্য সব ধর্মের লোকই আরশিদকে পূজা বা ভক্তি করতে দ্বিধা করছে না।
এদিকে, লেজের কারণে ভোগান্তিতে আছে আরশিদের পরিবার। লোকজনের কাছে আরশিদ পূজনীয় হলেও লেজটির জন্য সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। হুইল চেয়ারই তার ভরসা।
আরশিদের পরিবার অপারেশনের মাধ্যমে লেজটি ফেলে দিতে চিকিৎসকদের শরণাপন্ন হলে এটাকে বেশ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তারা।
তবে নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন মনে করেন না আরশিদ। মুসলিম হিসেবে তিনি আল্লাহর ওপর চরমভাবে বিশ্বাসী। তার পরামর্শ মানুষ যেন তাকে পূজনীয় কোনো ব্যক্তি মনে না করে সৃষ্টিকর্তার উপাসনা করে।