প্রেমের প্রস্তাব অস্বীকার করায় প্রতিবেশী এক যুবক মেয়েদের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওই যুবতীকে অশ্লীল ম্যাসেজ পাঠাতে শুরু করে৷ যুবতী এর প্রতিবাদ করলে তাকে প্রাণে মারার হুমকি দেয় ওই যুবক৷ বিরক্ত হয়ে যুবতী মুরাদনগর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে৷ পুলিশ এই মামলার তদন্ত করছে৷
ভারতের মুরাদনগর ডিফেন্স কলোনীর বাসিন্দা ওই যুবতী জানিয়েছেন, বিগত কিছু দিন ধরে তার এক প্রতিবেশী যুবক তাকে উত্যক্ত করছিল৷ যুবককে পাত্তা না দেওয়ায় ওই যুবক আরও বেপরোয়া হয়ে পড়ে৷ যুবক ফেসবুকে একটি মহিলার নামের নিজের অ্যাকাউন্ট বানিয়ে যুবতীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়৷ মেয়ে ভেবে যুবতী ফ্রেন্ড রিকোয়েস্ট স্বীকার করে৷ ফেসবুকে বন্ধু হওয়ার পর থেকেই সে যুবতীকে অশ্লীল ম্যাসেজ পাঠাতে শুরু করে৷ যুবতী খোঁজ নিয়ে জানতে পারে যে ম্যাসেজ পাঠিয়েছে সে মেয়ে নয়, সেই যুবকই৷ যুবতী এর প্রতিবাদ করলে যুবক যুবতীকে প্রাণে মারার হুমকি দেয়৷ এরপরই যুবতী তার বাবা মায়ের সঙ্গে মুরাদনগর থানায় এসে অভিযোগ দায়ের করে৷ যদিও মুরাদনগরের এসও এই ঘটনার কথা অস্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন, যদি কোন অভিযোগ আসে তবে মামলা দায়ের করে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে৷