বিয়ের প্রতিশ্রুতি দিয়েও সরিতাকে ক্রমাগত মিথ্যা বলত বিজয়। প্রেমটা চলছিল ঠিকঠাকই। কিন্তু, সমস্যা ওই বিয়ের প্রসঙ্গ আসলেই। তাই প্রেমিককে আর বিশ্বাস করতে পারছিল না সরিতা। ছয় হাজার টাকা দিয়ে ভাড়া করল দুই গুণ্ডাকে। কাজ হচ্ছে পিটিয়ে বিজয়ের হাত-পা ভেঙে দিতে হবে। এরপর নপুংসক করে দিতে হবে। তার কৌশলও দিয়ে দিয়েছিল সরিতা। জোগাড় করেছিল নপুংসক করা সুপারি। সেগুলো তুলে দিয়েছিল ওই দুই গুন্ডার হাতে। কিন্তু ওই দুই যুবকের সঙ্গে বিজয়ের ধস্তাধস্তি হলে ভুল করে ছুরি বুকে ঢুকে যায়৷ শেষ পর্যন্ত প্রেমের বলি হতে হল বিজয়কে। ফেঁসে গেল সরিতাও।
যুবক খুনের ঘটনায় তার প্রেমিকাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে ভারতের ভূপালের নিশতপুরা এলাকায় খুন হন বিজয় খড়সে নামের ২৭ বছর বয়সী যুবক। এই যুবকের বিয়ের একমাসও হয়নি৷ খুনের তদন্তে নেমে পুলিশ যুবকের মোবাইল কল খতিয়ে দেখলে সরিতা নামের এক যুবতীর প্রতি তাদের সন্দেহ হয়৷ সরিতাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে৷
ভুপালের এসপি অরবিন্দ সাক্সেনা জানিয়েছেন, যখন বিয়ের কার্ড বিলি হতে শুরু করে ও বিয়ের বিভিন্ন তোড়জোর শুরু হয় তখন সরিতার মনে হয় বিজয় তাকে বিয়ে করবে না। আর তখনই ক্ষিপ্ত হয়ে যায় সরিতা।