আফ্রিকান দেশ উগান্ডা, দেশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে কেরানী পর্যায়েও দুর্নীতির কড়াল গ্রাসে বিপর্যস্ত।
২ যুবক দুর্নীতিবাজদের প্রতি প্রতিবাদ জানাতে দুর্নীতির সুতিকাগাড় দেশটির সংসদের মধ্যে শুয়োর প্রবেশ করিয়ে দিয়ে অভিনব এক ঘটনার জন্ম দিয়েছেন।
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনির শাসক দলের পতাকার রং মাখানো ছিল শুয়োরটির গায়ে। এছাড়া এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নানা ব্যঙ্গ-বিদ্রুপ, কটাক্ষমাখা স্লোগান শুয়োরের গায়ে লেখা ছিল।
দুর্নীতিবাজ সংসদ সদস্যদের শুয়োর সমতুল্য দাবি করে ক্ষোভ প্রকাশের অভিযোগে ২ যুবককে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী।
তবে বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। ধারণা করা হচ্ছে দেশটির অতি বামপন্থিরা এ কাজে ইন্ধন যুগিয়েছে। ২ যুবককে অব্যাহতভাবে জেরাও করা হচ্ছে।
এদিকে উগান্ডা পুলিশের মুখপাত্র ফ্রেড এনানগা বলেছেন, কী করে নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে ওরা শুয়োরছানা নিয়ে সংসদের ভেতরে ঢুকল, তা তদন্ত করে দেখা হচ্ছে। শুয়োরছানাগুলো ও আটক দুইজন আমাদের হেফজতেই রয়েছে।