ছিনতাইয়ের খবর করতে এসে মোটা খেসারত দিতে হল খোদ সাংবাদিককেই। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আমেরিকার ওকল্যান্ডে।
মার্কিন টিভি চ্যানেল কেটিভিইউ-এর জনপ্রিয় মুখ হেদার হোমস। সোমবার রাতে ওকল্যান্ডে পৌঁছন হোমস। ওবি ভ্যানে তাঁর সঙ্গী ছিলেন ক্যামেরাম্যান, কলাকুশলী ও চালক। সূত্র মারফত্ খবর এসেছিল, ওই অঞ্চলে রাস্তার উপর এক মহিলাকে বেধড়ক মারধর করে ব্যাগ ও গয়না লুঠ করেছে দুষ্কৃতিকারীরা।
ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে খুঁজে বের করেন তাঁরা। এর পর ব্যক্তিগত জিনিসপত্র ওবি ভ্যানে রেখে নির্যাতিতার সাক্ষাত্কার নিতে শুরু করেন হোমস। কিন্তু শ্যুটিং শেষ করে ভ্যানে পৌঁছে তাঁর চক্ষুস্থির। দেখা যায়, তালাবিহীন ভ্যানের দরজা খুলে সাংবাদিকের পার্স চুরি করা হয়েছে। ক্রেডিট কার্ড-সহ বেশ কিছু মূল্যবান কাগজপত্র ছাড়াও হোমসের ব্যাগে ছিল নগদ কয়েকশো ডলার।
তবে ব্যাগ চুরি হলেও বিষয়টি হাল্কা ভাবেই দেখছেন হোমস। ঘটনার পর তিনি টুইট করেন, 'চুরির খবর করতে এসে নিজেরই ব্যাগ চুরি হল। নীতিবাক্য: সর্বদা পারিপার্শ্বিক সম্পর্কে সচেতন থাকো, এমনকি থানার ভিতরেও!'