প্রতি এক ঘণ্টা টিভি দেখায় ২২ মিনিট আয়ু কমে, এমনটাই জানিয়েছে নতুন একটি গবেষণা প্রতিবেদন।
অস্ট্রেলিয়ার একদল গবেষক দীর্ঘ গবেষণা করে দেখেছেন, টিভি দেখলে একজন মানুষের জীবন থেকে গড়ে ৪.৮ বছর আয়ু কমে যেতে পারে।
গবেষণায় দেখা গেছে, ২৫ বছরের বেশি বয়সী যারা টিভি দেখেন, প্রতি ঘণ্টা টিভি দেখার জন্য তাদের জীবন থেকে ২২ মিনিট সময় কমে যায়। যারা দৈনিক কমপক্ষে ছয় ঘণ্টা টিভি দেখেন এবং যারা টিভি দেখেন না তদের মধ্যে তুলনামূলক গবেষণায় এই ফলাফল উঠে এসেছে।
গবেষকরা দাবি করেছেন, স্থূলতা, ধূমপাণ এবং শারীরিক অক্ষমতার মতো দীর্ঘমেয়াদী রোগের লক্ষণের সঙ্গে সঙ্গে টিভির সামনে বসে থাকা জীবনের গুরুত্বপূর্ণ ক্ষতির কারণ হতে পারে।