ফুটবলভক্ত এক পরিবার তাদের হাতের আঙুলকে এবারের বিশ্বকাপে তাদের প্রিয় দলের জন্য সৌভাগ্যের প্রতীক মনে করছেন!
সিলভা পরিবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার প্রান্তে অগোঁয়া ক্লারা শহরে বাস করেন। ওই পরিবারের ১৪ সদস্যের সকলের প্রত্যেক হাতে ছয়টি করে আঙুল রয়েছে। জেনেটিকভাবে ব্যতিক্রমী এই পরিবারের সদস্যদের আশা তাদের ছয়টি আঙুলই ব্রাজিলকে ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের সৌভাগ্যের প্রতীক হিসেবে কাজ করবে।
ছয় আঙুলের ওই পরিববারের সদস্যদের নিয়ে ব্রাজিলের গণমাধ্যমে বেশ সাড়া পড়ে গেছে। তাদের আঙুলকে ব্যবহার করা হচ্ছে হেক্সা মিশনের অন্যতম প্রতীক হিসেবে। বার্তা সংস্থার এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সিলভা পরিবারটির সদস্য আনা ক্যরোলিনা বলেন, 'গত বিশ্বকাপের পর থেকেই আমরা চাচ্ছি ব্রাজিল যেন হেক্সাচ্যাম্পিও (পর্তুগীজ ভাষায় ৬ষ্ঠ বারের চ্যাম্পিয়ন) হয়। কিন্তু তা হয়নি। এবার আমরা সত্যি সত্যিই জিততে চাই।'