'দ্য ভ্যাম্পায়ার বয়' নামে বর্তমানে এক চীনা শিশু সংবাদ শিরোনাম দখল করেছে। তবে সে মানুষের রক্ত না, কুকুরের রক্ত পান করে!
জানা গেছে, চীনে এমনই এক শিশুর জন্ম হয়েছে। মায়ের দুধ মোটেই না খাওয়ায় দিনে দিনে তার স্বাস্থ্যের অবনতি ঘটছিল। এতে শিশুটির বাবা লুকিয়ে নামমাত্র কুকুরের রক্ত এনে খাওয়ান তাকে। কিন্তু এরপর থেকে শিশুটি আরো রক্ত খাওয়ার জন্য উন্মাদ হয়ে পড়ে।
শিশুটির বাবা শেষে উপায় না পেয়ে এ সম্পর্কে পরিবারকে জানান। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও মায়ের দুধ না খাওয়ায় অবশেষে বাধ্য হয়ে শিশুটিকে কুকুরের রক্ত এনে খাওয়ানো হয়। বর্তমানে দিনে তিন থেকে চার লিটার কুকুরের রক্তের প্রয়োজন হয় তার।
চীনের মনোবিজ্ঞানী ও চিকিৎসা বিজ্ঞানীরা বর্তমানে এই বিস্ময় শিশুটির রহস্য উদঘাটনে ব্যস্ত।