কেউ মিথ্যা বলছে কিনা এখন আর এটা জানার জন্য শরীরের ভাষা, চোখের চলন, কী ধরনের শব্দ ব্যবহার করছেন তিনি, সেসব আর জানার দরকার নেই। বরং তাকে এক প্যারাগ্রাফ লিখতে দেয়া হোক।
যারা মিথ্যাবাদী তারা লম্বা লম্বা হরফে লেখেন। বড় বড় করে পা ফেলার মতো করে ফাঁক ফাঁক করে লেখেন তারা। লেখার সময় কাগজে ব্যাপক চাপ দেন। ইসরায়েলের ইউনিভার্সিটি অব হাইফা-র বিজ্ঞানীরা গবেষণা করে এ তথ্য আবিস্কার করেছেন।
মিথ্যেবাদীদের যখন স্মৃতি থেকে কিছু লিখতে বাধ্য করা হয় তখন তাদের ব্রেনকে পরিস্থিতি সামাল দিতে ব্যাপক ধকল নিতে হয়। ফলে হরফ লম্বাটে হয়ে যায়, বেশ ফাঁক ফাঁক হয় সেই লেখা। জার্নাল অব অ্যাপ্লায়েড কগনিটিভ সাইকোলজি-তে গবেষকরা এ তথ্য জানিয়েছেন।