আগের চেয়ে বর্তমান সময়ে মানুষের স্বাভাবিক জীবন পরিচালনা করার জন্য ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে। কিন্তু সেই অর্থে উপার্জন হচ্ছে না। অনেকে আছেন লেখাপড়া শেষ করে দীর্ঘদিন ঘুরেও চাকরি পান না।
দীর্ঘ প্রতীক্ষার পর যখন চাকরি পান তখন আবার দেখা যায় মালিক পক্ষ বেশি বেতন দিতে রাজি হয় না। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, যখন বেতননিয়ে অফিসের সঙ্গে আলোচনা হবে তখন মুখের অভিব্যক্তি একটু ক্রোধান্বিত করে দেখালে বেতন বাড়তে পারে।
ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যখন চাকরিপ্রার্থী ক্রোধান্বিত ভাব প্রকাশ করবে তখন ওই অফিসের কর্মকর্তারা তাকে বিশ্বাসযোগ্য বলে মনে করবে। মানুষের কথার চেয়ে মুখের অভিব্যক্তি অনেক বড়। একটি অভিব্যক্তি মানুষের মনের হাজারো কথা একসঙ্গে প্রকাশ করে। একজন মানুষ দেখলেই সহজেই বুঝে নিতে পারে ওই ব্যক্তি কেমন বা তিনি কি বলতে চাচ্ছেন। মুখের অভিব্যক্তি মানুষের একটি কথাকে জোরালোভাবেও প্রকাশ করে।