ভারতের ভোপালে একটি সরকার অনুমোদিত আশ্রয়কেন্দ্রে মেয়ে শিশুদের বিছানা ভিজিয়ে ফেলা আটকানোর পন্থা হিসেবে তাদের গোপনাঙ্গে নিয়মিত ছ্যাঁকা দেওয়ার কথা জানা গেছে। ওই হোমের একটি পাঁচ বছরের মেয়ের মায়ের করা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানকারীরা সেখানে গিয়ে এই ঘটনার সত্যতা পেয়েছেন। সেখানে আরও অনেক শিশু কন্যাই জানিয়েছে তাদেরকেও একইভাবে শাস্তি দেয়া হয়েছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই আশ্রয়কেন্দ্রের তত্ত্বাবধায়ক নারীকে আটক করে তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। হোমের সুপার কলাবতী নামে আরেক নারীকেও পুলিশ গতকাল বুধবার গ্রেফতার করেছে।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৫/ রশিদা