চাঞ্চল্যকর মন্তব্য করে আলোচনায় আসতে জুড়ি নেই ভারতীয় রাজনীতিবিদদের। এবার সেই নদীতে নাও ভাসালেন বিহারের মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। আস্থা ভোট সমস্যার মধ্যেই তিনি মন্তব্য করেন, '৯০ শতাংশ পুরুষই অন্যের স্ত্রীর সঙ্গে ডেট করেন। এতে কোন অন্যায় নেই।
একজন বিবাহিতা নারী পুলিশ কর্মীর সঙ্গে জিতন রামের ছেলের অবৈধ সম্পর্কের ব্যাপারে তার ভাবনা জানতে চাওয়া হলে তিনি এ মন্তব্য করেন। জিতনের কথায়, 'আজকাল দুই থেকে তিন শতাংশ পুরুষ কেবল নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেন। বাকিরা অপরের স্ত্রী দিয়েই কাজ চালান।'
তিনি আরও বলেন, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক রাখতেই পারেন। আপনি যদি পাটনা ইকো পার্কে যান দেখতে পাবেন কতজন বিবাহিত মহিলা অন্য একজন পুরুষের হাত ধরে বসে আছেন। আমার মতে সম্পর্ক খারাপ নয়। একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ একে অপরের সঙ্গে সম্পর্ক রাখবেন সেটাই স্বাভাবিক। সংবাদ মাধ্যমের সামনে করা তার এই বক্তব্যে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে।
অন্যদিকে আগামী ২০ ফেব্রুয়ারি বিহার বিধানসভায় আস্থা ভোটে আস্থা প্রমাণ দেওয়ার কথা জিতনের। সেই লক্ষ্যে বেশ কয়েকবার দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। তবে সূত্রমতে, আস্থা অর্জনে এখন পর্যন্ত খুব বেশি এমএলএ-র সমর্থন জোগাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ