স্বামীকে হত্যার দায়ে স্ত্রী কেলি রেনে গিসেনডানারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এক সপ্তাহ পরেই কার্যকর করা হবে আদালতের রায়। এজন্য গিসেনডানারসের কাছে জানতে চাওয়া হলো তার জীবনের শেষ খাবার হিসেবে তিনি কী খেতে চান? জবাবে তিনি ধরিয়ে দিলেন এক লম্বা তালিকা।
তার এই তালিকায় রয়েছে দুটি চিজ বার্গার, ফ্রাই, কর্নব্রেডের সঙ্গে বাটার মিল্ক, পপকর্ন, লেমনেড, বাটার মিল্ক; টমেটো, গাজর, চিজ, পেঁয়াজ ও গোলমরিচের সঙ্গে সেদ্ধ ডিম দিয়ে করা সালাদ আর ডেজার্ট হিসেবে চেরি ভ্যানিলা আইসক্রিম।
শনিবার কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউইয়র্ক ডেইলি নিউজ এই অবাক করা খবর প্রকাশ করেছে।
১৯৯৭ সালে কেলি রেনে গিসেনডানার তার প্রেমিক গ্রেগরি ওয়েনের সহায়তায় স্বামী ডগলাস গিসেনডানারকে নির্মমভাবে হত্যা করেন। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় কেলিকে মৃত্যুদণ্ড আদেশ দেন বিচারক। আর তার সাবেক প্রেমিক ওয়েনকে ২৫ বছরের কারাদণ্ড দেন আদালত।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব