যদি বলা হয় একটি সাবানের দাম ১২ লাখ টাকা তবে চমকে ওঠারই কথা! কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এক নিলামে এ ঘটনা ঘটেছে। সেখানে একটি সাবানের দাম উঠেছে প্রায় ১২ লাখ টাকা।
তবে এই সাবানটির এতো দাম ওঠার পেছনে একটা গল্প রয়েছে। নিলামের আয়োজক যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের পুলিশ কর্মকর্তা মাইক সিরিনো জানিয়েছেন, ছয় বছর আগে পর্তুগীজের একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে তিনি সাবানটি উপহার হিসেবে পেয়েছিলেন। সাবানটির ভেতর একটি মুক্তা দেখে তিনি এটাকে পাথর বলে ধরে নেন। কিন্তু মাইক সিরিনোর স্ত্রী সেটা বিশ্বাস করতে পারছিলেন না। পরে পরীক্ষা করে দেখা যায় সেটি আসলেই মুক্তা। তারপর তিনি সাবানটি নিলামে তোলেন। আর এর দাম ওঠে ১২ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা