ছেলেটির বয়স মাত্র এক বছর। এই বয়সী সন্তানদের সাধারণত সবসময় সাজুগুজু করেই রাখতে পছন্দ করেন বাবা-মা। কেনা হয় হরেক রকমের বাহারি পোশাক। এমনকি কপালে টিপও দেওয়া হয়। কিন্তু চীনের এক বাবা তার এই সন্তানটিকে সাজুগুজু দূরে থাক গায়ে কোন পোশাকই চড়াতে চান নন। তাকে সবসময় নগ্নই রাখছেন, নগ্ন অবস্থায়ই তাকে নিয়ে নিয়মিত বাইরে ঘুরতে বের হচ্ছেন।
সিচুয়ান প্রদেশের চেংডু প্রদেশের ওই বাসিন্দা ছয় মাস বয়স থেকেই সন্তানকে নগ্ন রাখতে শুরু করেন। এমনকি কনকনে শীতে তিনি ঠান্ডা পানি দিয়ে তাকে গোসল করান। এ ব্যাপারে কৌতুহলীদের প্রশ্নের জবাবে ওই বাবা জানিয়েছেন, তিনি ছেলের প্রতি কোন নির্মম আচরণই করছেন না। বরং তিনি চান তার ছেলে যেন ছোটবেলা থেকেই সবকিছু সহনশীল হয়ে বেড়ে ওঠে।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৫/ এস আহমেদ