আট বছর বয়সী মেয়ে। স্কুলে চলছে পরীক্ষা। কিন্তু মেয়ে স্কুলে যেতে নারাজ। এদিকে পিতা তো নাছোড়বান্দা। স্কুলে যেতেই হবে, কোন অজুহাত চলবে না। তাই মোটরসাইকেলের পেছনে মেয়েকে রশি দিয়ে বেঁধে স্কুলে নিয়ে যান ওই পিতা।
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার। তিন ছেলে ও দুই মেয়ের জনক ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে পুলিশ আটক করলেও এখন জামিনে রয়েছেন তিনি। সম্প্রতি এই ঘটনাটি ঘটে। পথচারীরা ওই ঘটনার ছবি ধারণ করে। পরে স্থানীয় গণমাধ্যমে তা প্রকাশিত হয়। পুলিশ বলেছে, নিজের ছোট মেয়েকে স্কুলে নিতে ওই ব্যক্তি অনেক চষ্টো করেছেন। এমনকি মেয়েকে স্কুলে নিতে মিষ্টি ও উপহারের প্রলোভনও দেখিয়েছেন। কিন্তু তাতেও রাজি না হওয়ায় শেষ পর্যন্ত মোটরসাইকেলের পেছনে রশি দিয়ে বেঁধে স্কুলে নিয়ে যান ওই পিতা। এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, 'স্কুলে নিয়ে গেলেও আমার মেয়ে মরবে না, কিন্তু সে পড়াশুনা না করলে নিশ্চিত মারা যাবে।'
প্রসঙ্গত, ভারতে নারী শিক্ষার হার ৬৪ শতাংশ। পুরুষ শিক্ষার হার ৮১ শতাংশ। কিন্তু দেশটির প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার বিষয়টি এখনো দিবা স্বপ্নের মতো। বিবিসি।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৫/ রোকেয়া।