প্রেমের কারণে স্বেচ্ছায় ঘর, বাড়ি, আত্মীয়-স্বজন কত কিছুই না বিসর্জন দেয় প্রেমিক-প্রেমিকারা। এবার প্রেমের কারণে কান বিসর্জন দিলো দু’জন এসএসসি পরীক্ষার্থীকে। তবে সেটা অনিচ্ছায়।
শুক্রবার সকাল ৯টায় বাগেরহাটের শরণখোলায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টায় উপজেলা সদরের শেরে বাংলা সড়কে বসে ছিলেন দু’জন এসএসসি পরীক্ষার্থী। তারা হলেন, উপজেলার গোলবুনিয়া গ্রামের আ. হালিম খাঁনের ছেলে তাইজুল ইসলাম খাঁন (১৫) ও রাজৈর গ্রামের মৃত খলিল তালুকদারের ছেলে জাহিদ হাসান রাব্বি (১৬)।
এমন সময় তাদের ওপর ক্ষুর নিয়ে অতর্কিত হামলা চালায় গোলবুনিয়া গ্রামের সাইদ হাওলাদারের ছেলে আরিফ (১৫) ও তার বন্ধুরা। হামলায় তাইজুল এবং রাব্বির কান কেটে যায়। এছাড়া তাইজুলের পেট ও পিঠে ক্ষুরের আঘাতে বেশ ক্ষত হয়।
ঘটনার পর আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় প্রথমে শরণখোলা হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেম ঘটিত দ্বন্দ্বের জেরে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৫/ এস আহমেদ