মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিসকোতে লিয়েনন্দ্রা বেকেরা নামের ১২৭ বছর বয়সী এক নারী মারা গেছেন। দেশটির এক সরকারি সংস্থা শুক্রবার এ খবর জানিয়েছে।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাজ্য তামাউলিপাসে ১৮৮৭ সালের ৩১ অাগস্ট জন্মগ্রহণ করেছিলেন বেকেরা।
বৃহস্পতিবার সকালে জালিসকোর জাপোপানে নিজ বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছে মেক্সিকোর জাতীয় পরিবার পরিকল্পনা ও উন্নয়ন সংস্থা (ডিআইএফ)।
বয়সের সরকারি ছাড়পত্র না থাকার কারণে বেকেরাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের তালিকায় রাখা হয়নি।
বেকেরার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি ডিআইএফ। তবে তার ৭০ বছর বয়সী নাতি স্যামুয়েল আলভেয়ার জানিয়েছেন, ফুসফুসের সমস্যাজনিত কারণে তার দাদির মৃত্যু হয়েছে।
স্যামুয়েল জানিয়েছেন, তার দাদি তাকে মেক্সিকোর বিপ্লবের গল্প শোনাতেন। ১৯১০ সালে শুরু হওয়া ওই বিপ্লবের সময় বেকেরা সৈন্যদের জন্য রুটি বানাতেন।
জাপোপান-এর বয়স্ক কেন্দ্রের প্রধান গুয়াদালুপে দিয়াজ জানিয়েছেন, বেকেরার পাঁচজন সন্তান ছিল। তাদের সবার মৃত্যু হয়েছে। ২০১১ নাগাদ তার ১৬১ জন নাতি-নাতনি, পুতি-পুতনি ছিল বলে জানিয়েছেন তিনি।
শনিবার বেকেরাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন স্যামুয়েল। সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৫/ এস আহমেদ