১৬৩ বলে ২৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস। এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন দানবীয় ইনিংস? ঝড়? সাইক্লোন? টর্নেডো? কোন কিছুতেই এর ব্যাখ্যা ঠিক যায় না। কারণ এই একটি ইনিংস শুধু নিউজিল্যান্ডকে বিশ্বকাপের সেমিতে উঠায়নি ক্রিস গেইলকে টপকে বিশ্বকাপের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন তিনিই। যার কথা বলা হচ্ছে তিনি আর কেউ নন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।
জীবনে যখন বড় কিছু কেউ করে ফেলে তখন তার অতীত কেমন ছিল সেটা খোঁজ করার চেষ্টা করা হয়। ব্যতিক্রয় হয়নি গাপটিলের ক্ষেত্রেও।
মাত্র ১৩ বছর বয়সে গাপটিল যখন ক্রিকেটার হবার স্বপ্নে বিভোর তখনি দুর্ঘটনায় বাম পায়ের ৩টি আঙ্গুল হারান তিনি। সেই থেকে ডাক নাম হয়ে যায় "Two Toes" বাংলায় বলতে গেলে 'দুই আঙুল'। তার বাবার মতে 'এটা তাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। সে বুঝতে শুরু করে এক মুহুর্তে জীবনে সব কিছুই হারিয়ে যেতে পারে এবং সে এটার পুর্ণ ব্যবহার করেছে'।
দুর্ঘটনার পর সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তারা বাবা বলেন এই দুর্ঘটনা গাপটিলকে মোটেও ক্রিকেট থেকে দূরে নিয়ে যায়নি উলটো মনোবলকে ক্রিকেটের দিকে ধাবিত করেছে। গাপটিলের মনোবল কতটা বাড়িয়ে দিয়েছে তা আজও ২৩৭ রানের ওই ইনিংসটিই বলে দেয়। তা না হলে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য অন্যভাবে লেখা হোত।
বিডি-প্রতিদিন/২১ মার্চ, ২০১৫/মাহবুব