আইফোনের লোভে নিজের মাকে দুই দুইবার হত্যার চেষ্টা করেছে ১২ বছর বয়সী এক মেয়ে। যুক্তরাষ্ট্রের কলারোডায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। এমন অভিযোগে ওই মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ইন্ডিয়া টুডে'র
মায়ের আইফোন চুরির লক্ষ্যে প্রথম দফায় ২ মার্চ মায়ের সকালের নাস্তার সঙ্গে ব্লিচিং মেশায় তার মেয়ে। তখন মা ভেবেছিলেন যে, মেয়ে হয়তো ব্লিচিং দিয়ে থালাবাসন পরিস্কার করতে গিয়ে সেগুলো হয়তো ঠিকমতো ধুতে পারেনি। তাই নাস্তায় ব্লিচিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। ব্লিচিংয়ের কারণে মা এ যাত্রায় নাস্তা ফেলে দেওয়ায় মেয়ের আর আইফোন চুরি করা হয়ে উঠেনি। তাই বলে অাইফোন চুরির নেশা তো যায়নি মেয়ের।
মেয়ে ফের আইফোন চুরির চেষ্টা চালায়। ওই ঘটনার চারদিন পর অর্থাৎ ৬ মার্চ সে মায়ের শোবার ঘরে গ্লাসে রাখা পানিতে ফের ব্লিচিং মেশায়। ফের পানিতে ব্লিচিংয়ের গন্ধ পাওয়ায় সন্দেহ হয় মায়ের দ্বিতীয় দফার ঘটনাতেই মায়ের সন্দেহ হয় যে নিজ মেয়েই আইফোনের লোভে তাকে হত্যার পরিকল্পনা করছে। এপর ওই মহিলা নিজেই পুলিশের কাছে অভিযোগ দিলে তারা এসে মেয়েকে আটক করে নিয়ে যায়। পুলিশ ওই মাকে উদ্ধৃত করে একখা জানায়।
এদিকে, এ ঘটনায় তদন্ত করতে এসে পুলিশ তথ্যপ্রমাণ পেয়েছে। তাই ওই মেয়েকে পুলিম তাদের হেফাজতে নিয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠনের চেষ্টা চলছে। গত শুক্রবার ১২ বছরের ওই মেয়েটিকে একটি জুভিনাইল ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে, ওই মাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ ২০১৫/শরীফ