দামি ওষুধ, কেমোথেরাপি কিংবা রেডিয়েশন নয়, স্রেফ গরুর প্রস্রাব পান করেই নিরাময় করা যাবে ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যাধি। আর এই যুগান্তকারী পন্থা আবিষ্কার করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য শঙ্করভাই এন। সবচে' আশ্চর্যের কথা এই যে, তিনি না কোনো মেডিক্যালের ডিগ্রিধারী, না গবেষক।
গো-হত্যা বন্ধ করার দাবিতে রাজ্যসভায় দাঁড়িয়ে শঙ্করভাই এন দাবি করেছেন, গোমূত্র পান করলেই নাকি সেরে যাবে ক্যান্সার। তিনি বলেন, 'আপনি যদি নিজেকে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে চান, তাহলে আগে গো হত্যা রুখতে হবে। কারণ গোমূত্রই ক্যান্সার নিরাময়ের একমাত্র ওষুধ। আমি হলফ করে বলতে পারি এটা সেবনে একশ' শতাংশ ক্যান্সার নিরাময় হবে। তবে এখানে কেউ এটা মানতে চান না '
শঙ্করভাই এন আরও বলেন, গোবর এবং গোমূত্রের অনেক রকম ব্যবহার আছে। ক্যান্সার ছাড়া আরও অনেক রোগের নিরাময় সম্ভব এতে।
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ, ২০১৫/ রশিদা