দীর্ঘদিন ধরে বলবৎ থাকা প্রথা ভেঙ্গে ফারখুন্দার নামক এক নারীর কফিন কাঁধে তুলে নিয়েছে আফগান নারীরা।
সম্প্রতি কাবুলে উচ্ছৃঙ্খল জনতা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর অভিযোগ এনে ওই নারীকে হত্যা করে। তবে কাবুলের বাসিন্দারা মতে ওই ফারখুন্দার বিরুদ্ধে তুলা অভিযোগ মিথ্যা। এমনকি সরকারি তদন্তকারী দল এ ধরণের অভিযোগের কোনো সত্যতা পাননি।
ওই নারীকে হত্যার পর সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ধরাণ করা হয়। পরে সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে সেটি পড়লে ব্যাপক সমালাচনা শুরু হয়। হত্যার পর শত শত মানুষ রাস্তায় নেমে আসে। এদের বেশিরভাগই নারী। তারা হত্যাকারীদের শাস্তির দাবি জানান।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি-পাথর নিয়ে উচ্ছৃঙ্খল জনতা ওই নারীর ওপর ঝাপিয়ে পড়ে। এরপর তাকে পিটিয়ে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয় দেয়। এসময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে।
বিডি-প্রতিনিধি/২২ মার্চ, ২০১৫/এস আহমেদ/মাহবুব