সাধারণত বড় জিনিসের প্রতিই মানুষের আগ্রহ থাকে বেশি। কিন্তু সৌদি দাতাদের অধিকাংশই এর ব্যতিক্রম। তারা বড় বড় মসজিদ নির্মাণের চেয়ে বেশ কয়েকটি ছোটো ছোটো মসজিদে অর্থ সহায়তা দিতে বেশি আগ্রহী। এমনটা জানিয়েছেন চ্যারিটি ফাউন্ডেশন ফর বিল্ডিং মসকের মহাপরিচালক হামেদ আল-ওলায়ান।
সম্প্রতি ইঞ্জিনিয়ারিং সার্ভিস চ্যারিটির সদস্যদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মূলত ১০০ থেকে ৩০০ বর্গমিটারের মসজিদ নির্মাণ নিয়ে অালোচনা হয়।
বৈঠকে হামেদ আল-ওলায়ান বলেন, 'ছোটো মসজিদ নির্মাণ জনপ্রিয় এবং এর কাজ দ্রুত শেষ হয়। আবাসিক এলাকাগুলোর আশেপাশে বা ছোট শহরের বিভিন্ন স্থানে ছোটো মসজিদ নির্মাণ করা হলে কম খরচে অনেকের সুবিধা হয়।'
'সরলতা এবং সুন্দর মসজিদ নির্মাণের জন্য অন্যান্য দেশের কাছে মডেল হবে সৌদি আরব। এখানে ছোটো মসজিদ ভবন নির্মাণের বিষয়ে দাতাদের আগ্রহ অনেক বেশি বলে তিনি জানান। সূত্র : আরবনিউজ
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ২০১৫/শরীফ