বৃষ্টি হলে বা আকাশে মেঘ ডাকলে গ্রামগঞ্জে পাশের বিল বা ঝিল থেকে রাস্তায় কৈ মাছ উঠে আসতে দেখা যায়। কিন্তু কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে যদি শুধু মাগুর মাছ পড়ে থাকতে দেখেন তাহলে অবাক হবেন নিশ্চয়।
চীনের গাইজো প্রদেশের একটি রাস্তায় ঘটেছে এমন ঘটনা। মাগুর মাছ পরিবহনের একটি লরি ট্রাক থেকে প্রায় ৫ টনের মত মাগুর মাছ পড়ে গেলে রাস্তাজুড়ে এমন দৃশ্যের অবতারণা হয়।
পরে রাস্তা থেকে মাছগুলোকে সরাতে আপদকালীন কর্মীদের সাথে স্থানীয় জনগনও হাত লাগায়। তবে তাদের জন্য কাজটি খুব সহজে হয়ে উঠেনি। বুঝতেই তো পারছেন, মাগুর মাছ বলে কথা, ধরতে গেলে ফুড়ুৎ। বাধ্য হয়ে দিন শেষে রাস্তা পরিস্কার করতে বুলড্রোজারেরও সাহায্য নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৫/ এস আহমেদ