দিনাজপুরের পার্বতীপুরে ছয় মাসের অন্তঃসত্তা স্ত্রীর মৃত্যুর একদিন পর তার স্বামী আত্মহত্যা করেছেন। আজ সকাল ৮টার দিকে পার্বতীপুরে মথ্মথপুর রেল স্টেশনের রেলগেট সংলগ্ন ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন কাঞ্চন নামে এক পুরুষ। নিহত কাঞ্চন পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর চান্দিনাপাড়া গ্রামের খোকা রায়ের ছেলে।
জানা যায়, গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লতা রানী (২৩) নিজ ঘরে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে পার্বতীপুরের মিশনারী ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার সকাল ৮টার দিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান লতা রানী।
পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর চান্দিনাপাড়া গ্রামের খোকা রায়ের ছেলে বিশ্বনাথ রায় কাঞ্চনের সঙ্গে পঞ্চগড় পৌরসভার এক সম্ভ্রান্ত পরিবারে মেয়ে লতা রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শ্বশুর-শাশুড়ি ও স্বামী তাকে নির্যাতন করে আসছিল। স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ২০১৫/শরীফ