ভারতের কংগ্রেসের সাংসদের সংখয়া ৪৪, আর মুখপাত্র ৫২। গতকাল মঙ্গলবার দলের তরফ থেকে ৪ জন সিনিয়র মুখপাত্রের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও রয়েছে ১৭ জন নয়া মুখপাত্র ও ৩১ জন মিডিয়া প্যানেলিস্ট। দু’জন মিডিয়া কো-অর্ডিনেটরের নামও রয়েছে সেই তালিকায়।
নতুন মুখের মধ্যে নাম রয়েছে অভিনেত্রী-রাজনীতিবিদ খুশবুর। যিনি গত বছর ডিএমকে ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তরুণ সাংসদ গৌরব গগৈ ও সুষমা দেব লোকসভায় তাঁদের কথাবার্তা দিয়ে জায়গা করে নিয়েছেন এই তালিকায়। সিনিয়র মুখপাত্রদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী সিপি জোশী, অজয় মাকেন, সত্যব্রত চতুর্বেদী ও সাকিল আহমেদ।
এদিকে, রাহুল গান্ধীর ‘নিখোঁজ’ হওয়া নিয়ে বিতর্ক তো পিছু ছাড়ছে না। বারবার কংগ্রেস নেতারা তাঁর ফিরে আবার বলা হচ্ছে ছুটি দীর্ঘায়িত করেছেন রাহুল।