যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট অঙ্গরাজ্যের একটি অ্যাপার্টমেন্টের ফ্রিজ থেকে ২ ভাইবোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্য জাগানো এ ঘটনায় পুলিশ দুই শিশুর মাকে আটক করেছে। নিহত শিশু ২টির মা ও তাদের পরিচয় জানায়নি। রাজ্যের আদালতের নির্দেশে আজ স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে ওই এলাকায় এক উচ্ছেদ অভিযান চালানো হয়। তখনই ফ্রিজের ভেতর থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ওই দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
অভিযানে পুলিশ ফ্রিজের ভেতরে প্রথমে ১৪ বছর বয়সী একটি মেয়ের লাশ দেখতে পায়। এরপর তারা ১১ বছরের একটি ছেলের লাশও ফ্রিজের ভেতর থেকে উদ্ধার করে। ঠিক কতদিন আগে শিশু ২টিকে হত্যা করে ফ্রিজে রাখা হয়েছে এ ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ। কি কারণে হত্যা করা হয়েছে তাও জানা যায়নি। এ জন্য ময়নাতদন্তের জন্য লাশ দুটিতে হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক ৩৬ বছর বয়সী ওই নারীর আরো দুটি ছেলে-মেয়ে রয়েছে। তাদেরকে এক প্রতিবেশীর বাড়িতে পাওয়া গেছে।
এদিকে, খুন হওয়া ওই শিশু ২টিকে গত একবছর ধরে এলাকায় দেখা যায়নি বলে এক প্রতিবেশি জানিয়েছেন। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ২০১৫/শরীফ