মধ্যাকর্ষণ শক্তির কারণে ওপরে কোনো জিনিস ছুঁড়ে দিলে তা আবার নিচে ফিরে আসে। অথচ টানা ৫ ঘণ্টা শূন্যে ভাসলেন এক ম্যাজিশিয়ান।
ঘটনাটি ঘটে ইসরাইলের তেলআবিবে। রাস্তার ওপর জাদুকরের এমন অদ্ভুত কীর্তি দেখে ভিড় জমান পথচারীরা। শূন্যে ভাসা ওই জাদুকরে নাম হেজি ডিন।
টানা পাঁচ ঘন্টা শূন্যে ঝুলে থাকার পর ক্রেন দিয়ে তাকে নামিয়ে আনা হয়। এসময় তিনি বলেন, ভাগ্য ভালো অ্যাম্বুলেন্সে বাড়ি যেতে হচ্ছে না আমাকে। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে তেলআবিবে।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৫/মাহবুব