স্বর্ণের খোঁজে বিজ্ঞানীরা এবার মানুষের মল ঘাঁটছেন। কারণ, রোজ যে মল আপনি ত্যাগ করছেন তা থেকেই নাকি পাওয়া যাবে কোটি কোটি টাকার স্বর্ণ!
মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানীরা সেরকমই বলছেন। শুধু সোনাই নয়, রুপা, প্লাটিনামের মতো অন্যান্য মূল্যবান ধাতুও আছে এই মানব বিষ্ঠাতেই।
আমরা রোজ যা কিছু খাই, কসমেটিকস হিসেবে ব্যবহার করি- তার সবকিছুতেই প্রচুর পরিমাণে ধাতু রয়েছে। এই ধাতুগুলোই বেরিয়ে যায় আমাদের মলের মাধ্যমে। সুতরাং বিজ্ঞানীরা চাইছেন এই মল থেকে ছেঁকে বের করবেন সেইসব মহামূল্যবান ধাতু।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানী ক্যাথলিন স্মিথ বলছেন, 'মানুষের বিষ্ঠায় ইতোমধ্যেই আমরা এইসব ধাতুর সন্ধান পেয়েছি। কিছু বের করাও সম্ভব হয়েছে। আমাদের চেষ্টা সফল হলে মানুষের বিষ্ঠাই হবে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি।'
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৫/এস আহমেদ