ভারতের গোয়ার একটি গ্রামে প্রকাশ্যে চুমু নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ, প্রকাশ্যে চুম্বনে অন্য বাসিন্দাদের উত্তেজনা বৃদ্ধি করে। আর যুগলের এমন কাণ্ড-কারখানায় অস্বস্তিতে পড়তে হচ্ছে ওই এলাকার সাধারণ মানুষকে৷
পানাজি শহর থেকে খানিক দূরেই রয়েছে সালভোদোর দো মুন্ডো নামেই এই ছোট্ট গ্রামটি৷ গোয়ার ঘুরতে এসে পর্যটকরা আকছাড়া আসেন এই গ্রামে পিকনিক করতে আসে৷ কিন্তু পিকনিকের পাশে বসে মদের আসর৷ চলে প্রকাশ্যে অশ্লীলতা৷
গ্রামটির উপ-প্রধান রিনা ফার্নান্দেজ জানান, স্থানীয়দের অনুরোধের পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত বৃহস্পতিবার গ্রামটিতে প্রকাশ্যে চুমু নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই গ্রামে বহু অনাকাঙ্খিত ঘটনা ঘটে৷ যার ফলে অস্বস্তির মধ্যে পড়তে হয় গ্রামের মানুষকে৷ তাই বাধ্য হয়েই গ্রামে প্রকাশ্যে চুম্বন নিষিদ্ধ করা হয়েছে৷
পঞ্চয়েতে শুধু প্রকাশ্যে চুমুই নয়, মদপান ও উচ্চ শব্দে গান বাজিয়ে খেলাধুলাও নিষিদ্ধ করা হয়েছে। এ সংক্রান্ত ব্যানারও টানানো হয়েছে। যার ছবি সামাজিক গণমাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলেছে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৫/মাহবুব