গিনেজ বুকে নাম তোলার শখ কম-বেশি সবারই থাকে। তবে সেজন্য এমন চমকপ্রদ কিছু করতে হবে বা হতে হবে যা সবার থেকে আলাদা। প্রতিনিয়ত বিশ্বে ঘটে চলছে এমন চমকপ্রদ অসংখ্য ঘটনা। আর তা লিপিবদ্ধ হচ্ছে গিনেজ রেকর্ড বইয়ে। এবার জানাবো এরকমই এক কুকুরের কথা যে নিজের ক্ষুদ্রাকৃতির জন্য ওই রেকর্ডের অংশীদার হতে চলেছে। এটিকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আকৃতির কুকুর হিসেবে ধারণা করা হচ্ছে।
কুকুরটির নাম রাখা হয়েছে তৌদি। এটি কোকের ক্যানের চেয়েও ছোট। মেক্সিকান চিহুয়াহুয়া প্রজাতির কুকুরটির বর্তমান অবস্থান পোল্যান্ডের রকলোতে।
ডেইলি মেইল বলছে, কুকুরটির ওজন মাত্র ৩০০ গ্রাম। ৭ সেন্টিমিটার লম্বা এ কুকুরটির বয়স মাত্র ১২ সপ্তাহ।
তৌদির মনিব বলেন, 'সে (কুকুরটি) প্রতিদিন স্বল্প পরিমাণে খাবার খায়। আমাকে প্রতিদিন ব্যাপক বিনোদন দেয়। তবে তৌদির শরীরের বর্ণ ফ্লোরের বর্ণের ন্যায় হওয়ায় আমাকে খুবই সচেতন থাকতে হয়, কখন আবার পায়ের নিচে পড়ে যায়।'
তার বিশ্বাস, অতি শীঘ্রই তৌদির নাম উঠবে গিনেজ রেকর্ড বইয়ে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৫/এস আহমেদ