ভারতের বারাণসীর বিখ্যাত মণিকর্ণিকা ঘাটে মহাশশ্মান নাথ মন্দিরের সামনে জ্বলন্ত মৃতদেহের চারপাশে বলিউড গানের তালে নাচলেন যৌনকর্মীরা। এসব যৌনকর্মীদের উদ্দেশ্য আর কিছু নয় ঈশ্বরকে খুশি করা।
বিভিন্ন কারণে বিখ্যাত এই শহরে বিশ্বনাথের মন্দির, গঙ্গার পারে সন্ধ্যা আরতি দেখার জন্যে এখানে দেশ-বিদেশ থেকে বহু লোক আগমন করে। তেমনই এখানে এক অদ্ভূত ধরণের হোলিও খেলা হয়, রঙভরী একাদশীর পরের দিন। মণিকর্ণিকাঘাটে মৃত দেহের ছাই নিয়ে খেলা হয় এই হোলি। এই রকমই এক অদ্ভূত আচার অনুষ্ঠান পালন করা হয় চৈত্র মাসের নবরাত্রির সপ্তম রাতে। গত পাঁচ শতক ধরে এই নিয়ম পালন করা হয়ে আসছে। এই রাতেই মৃতদেহকে ঘিরে নাচেন যৌনকর্মীরা।
জানা যায়, ওই রাতে ভগবানকে প্রসন্ন করতে প্রথমে মহাশশ্মান নাথ মন্দিরের সামনে প্রার্থনা করা হয়। এরপর জ্বলন্ত মৃতদেহকে ঘিরে শুরু হয় যৌনকর্মীদের বলিউড গানের সঙ্গে নাচ। যে নাচের শুরুটা মন্দিরের ভেতরে হলেও পরেক্ষণে তারা বাইরে নাচা শুরু করেন। তখন এই নাচ দেখতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিদেশী পর্যটকরা উপস্থিত থাকেন। অনুষ্ঠান শুরু হয় রাত ৮টা নাগাদ, নাচ চলে মধ্যরাত অবধি। তারপর ঈশ্বরকে শয়ন আরতি করে শুইয়ে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৫/মাহবুব