এবার এলিয়েনের সঙ্গে কথোপকথনের কথা জানালেন এক নাসার বিজ্ঞানী। ভিনগ্রহের একটি প্রাণীর সঙ্গে ১ মিনিট ৭ সেকেন্ড কথা হয়েছে বলে দাবি করেছেন ক্লার্ক ম্যাকলেলেন্ড নামে নাসার ওই মহাচারী।
২০০৮ সালের ২৯ জুলাই ক্লার্ক ম্যাকলেলেন্ড 'স্টারগেট ক্রনিকাল' নামের একটি ওয়েবসাইটে প্রথম ভিনগ্রহীদের নিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছিলেন। ওই ওয়েবসাইটে তিনি দাবি করেন, মহাকশ ভ্রমণের সময় কেনেডি স্পেস সেন্টারে তিনি ৮-৯ ফুট উচ্চতার এলিয়েন দেখেছেন। এলিয়েনের বিবরণ দিতে গিয়ে বলেন, দুটি হাত, দুটি পা, দুটি পায়ের তালু, দুটি হাতপাঞ্জা সবই ছিল ওই এলিয়েনের। দেহের সঙ্গে সঙ্গতিপূর্ণ মাথাও ছিল। ওয়েবসাইটে তিনি আরো বলেন, এলিয়েনটি দুই পায়ের ওপর দাড়িয়ে মার্কিন মহাকশযাত্রীর সঙ্গে কথা বলছিল।
৩৫ বছর নাসায় কর্মরত ছিলেন ক্লার্ক ম্যাকলেলেন্ড। এপোলো মিশনের অন্যতম সদস্য ম্যাকলেলেন্ড মনে করেন, এলিয়েনরা মানুষের সঙ্গে বসবাস করেন। পৃথিবীতেই রয়েছে এলিয়েনরা।
অবশ্য এমন চাঞ্চল্যকর তথ্যের পর নাসা ওই ওয়েবসাইটটি বাজেয়াপ্ত করেছে। নাসা থেকে বলা হয়, এটা এক প্রকারের ভণ্ডামি। এলিয়েনদের সঙ্গে মহাকাশযাত্রীদের কথপোকথনের কোনো সঠিক প্রমান এখনো পাওয়া যায়নি। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ২০১৫/শরীফ