ভারতের দিল্লিতে নিষিদ্ধ করা হয়েছে খৈনি, জর্দা, গুটকা, পানমসলাসহ চর্বণযোগ্য সব ধরনের তামাক। সরকারি এক সিদ্ধান্তে গতকাল এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। আর এই নিষেধাজ্ঞা যথাযথভাবে পালিত হচ্ছে কিনা, তা তদারকি করতে রাজ্যজুড়ে পুলিশ ও স্বাস্থ্য অধিদফতরের ঝটিকা অভিযানও শুরু হয়েছে।
আইনে বলা হয়েছে, এখন থেকে কেউ এসব বস্তু দোকানে রাখলে বা কাউকে খেতে দেখলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আদালতের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে দিল্লির নতুন সরকার এ সিদ্ধান্ত কার্যকর করল। ২০১২ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক আদেশে সরকারকে গুটকা নিষিদ্ধ করতে ব্যবস্থা নিতে বলেছিল। সে অনুযায়ী, সব ধরনের চর্বণযোগ্য তামাক নিষিদ্ধ করা হলো। ভারতে এ ধরনের তামাক সেবন শত বছরের পুরনো। সর্বশেষ এক জরিপে দেখা গেছে, দিল্লির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার দশ শতাংশেরও বেশি এই ধরনের তামাক সেবন করে থাকেন। বিবিসি
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৫/ রোকেয়া।