ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথকে বেতন নিয়ে শিল্প আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির রাজকীয় বাসভবন। সোমবার পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিস পিসিএস নামে ব্রিটেনের একটি ট্রেড ইউনিয়ন এই হুমকির কথা জানিয়েছে। পিসিএসের বরাত দিয়ে এক খবরে এনডিটিভি জানায়, বিষয়টি যদি সামনের দিকে এগুয় তবে এটিই হবে রাজ পরিবারের বিরুদ্ধে কর্মীদের অ্যাকশনের যাওয়ার প্রথম ঘটনা।
ট্রেড ইউনিয়নের অভিযোগ, কম বেতন পাওয়া কর্মীরা বর্তমানে ভ্রমণ, ক্যাসেলে বিদেশি ভাষা ব্যাখ্যাসহ অনেকক্ষেত্রে অভারটাইম কাজ করে থাকেন। কিন্তু তাদের এই অতিরিক্ত কাজের বেতন দেওয়া হয় না। এসব কর্মচারীকে অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত বেতন দেওয়া উচিত বলে মনে করে সংগঠনটি। সেই সঙ্গে কর্মচারীদেরকে এসব স্বেচ্ছাসেবী কাজ ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।
পিসিএসের সাধারণ সম্পাদক মার্ক সারওয়াতকা জানান, এসব কর্মী তাদের প্রতিষ্ঠান অর্থাৎ ৯০০ বছরের পুরনো উইন্ডসর ক্যাসেলের কাছে শ্রম দিতে দায়বদ্ধ। তবে তাদের অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত অর্থ না দেওয়া রাজ পরিবারের জন্য কলঙ্কজনক।
উল্লেখ্য, রাজ পরিবারের ক্যাসেলে কর্মরত ২০০ কর্মীর মধ্যে ১২০ জন ট্রেড ইউনিয়নটির সদস্য।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ ২০১৫/শরীফ