বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম। আর শেন ওয়ার্ন ফিরে পেলেন 'পুরোনো' ফর্ম।
অস্ট্রেলিয়ার এক টিভি চ্যানেলের হয়ে বিজয়ী ক্রিকেটারদের ইন্টারভিউ নিতে গিয়ে সবাইকে একটা 'কমন' প্রশ্ন করে ফেললেন। 'কত'টা পান করবে? কত'টা বিয়ার খেয়ে সেলিব্রেট করবে? তোমরা কি বিয়ার ভালোবাসো? ড্রিঙ্কস, এনিওয়ান?' যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব অস্ট্রেলিয়ানরাও।
তবে টিমের কে কী ভাবে পান করেছেন, বা কী ভাবে সেলিব্রেট করলেন, তার কিছুটা বর্ণনা অবশ্য পাওয়া গিয়েছে ব্র্যাড হ্যাডিনের থেকে৷
যেখানে হ্যাডিন দারুণ মজা করে বর্ণনা দিয়েছেন, কে কী করেছেন। যেমন কোচ ড্যারেন লেম্যান। হ্যাডিনের কথায়, 'আমি আপনাদের জন্য একটা ছবি এঁকে দেব। আমাদের কোচ বিশ্বকাপের ট্রফিটাকে জড়িয়ে ধরে শুয়েছিল।' ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ জেমস ফকনার সম্পর্কে হ্যাডিনের মন্তব্য, 'জেমস ফকনার তো ওর জামা-প্যান্ট খুলে ফেলেছিল। আর জোশ হ্যাজেলউডের প্রসঙ্গ টেনে বলেছেন, 'জোশ হ্যাজেলউড তো ৩০ বছরে একবারও মাতাল হয়নি। এটাই সমস্যা। ওকে আমরা মাতাল করতে পারিনি। যারা পান করতে চায়, তাদের সঙ্গে ওর থাকাটা যেন দুঃস্বপ্ন।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন