নওগাঁর বদলগাছীতে দুই ব্যক্তির ঝগড়া থামাতে এসে কাঠের বাটামের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বদলগাছী সদরের জিওল গ্রামে। নিহত শাহিদ হোসেন (১৪) একই গ্রামের আ. সোবহান মিস্ত্রির ছেলে।
জানা গেছে, বদলগাছী সদরের জিওল গ্রামের নূরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং হঠাৎপাড়ায় বসবাসকারী সাপাহার উপজেলার আব্দুল খালেক একই সঙ্গে রাজমিস্ত্রির কাজ করত। তাদের মধ্যে দেনা-পাওনা নিয়ে গত ২৯ মার্চ রবিবার সন্ধ্যায় আব্দুল খালেক রবিউল ইসলামের বাড়িতে যায়।
কথা কাটাকাটির এক পর্যায়ে তারা উভয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। বিষয়টি দেখে পাশে থাকা আব্দুস সোবহান মিস্ত্রির ছেলে শাহিদ হোসেন দৌঁড়ে এগিয়ে এসে তাদের মধ্যকার ঝগড়া থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই সময় আব্দুল খালেক তার পাশে থাকা একটি কাঠের বাটাম নিয়ে রবিউলকে সজোরে আঘাত করতে গেলে তা শাহিদের মাথায় লাগে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরই আব্দুল খালেক দ্রুত সটকে পড়ে।
আশেপাশের লোকজন এসে শাহিদকে দ্রুত বদলগাছী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টার দিকে শাহিদ মারা যায়।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি সাইফুল ইসলাম খাঁন জানান, নিহত শাহিদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১ এপ্রিল ২০১৫/শরীফ