স্কুলের সুনাম বাড়াতে শিক্ষার্থীদের পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগে নাবেক ১১ স্কুল শিক্ষককে দোষী সাব্যস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়, শিক্ষার্থীদের উন্নতি দেখাতে গিয়ে শিক্ষকরা তাদের ভুল উত্তরগুলো ঠিক করে দিতেন।
শিক্ষার্থীদের যে নম্বর দেওয়া হয়েছিল, তা ছিল অস্বাভাবিক। স্থানীয় একটি পত্রিকায় এক প্রতিবেদনে ওই জালিয়াতির বিষয়টি ওঠে আসে।
এ ঘটনায় ২০১৩ সালে ৩৫ শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয় । তাদের মধ্যে ১১ জনকে দোষী সাব্যস্ত করেন আটলান্টার একটি জুরি বোর্ড।
ওই স্কুলের প্রাক্তন শিক্ষক জ্যাকি পার্কস আদালতে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য প্রদান করেন।
২০১৩ সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়া জালিয়াতি দীর্ঘদিন ধরে চলছিল। এটা আমরা আমাদের চাকরির অংশ মনে করতাম।
বিডি-প্রতিদিন/ ২ এপ্রিল,২০১৫/ নাবিল