অবাক হলেও সত্যি। ছেলের দাঁত উঠাতে চিকিৎসকের কাছে যাওয়ার পরিবর্তে নতুন পদ্ধতি আবিষ্কার করলেন এক বাবা।
প্রাইভেটকারের পেছনে দড়ি দিয়ে দাঁত বেঁধে গাড়ি স্টার্ট দিলেন। ব্যস, অনায়াসেই উঠে গেল দাঁত! গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছেলের দাঁত উঠাতে ওই অভিনব ব্যবস্থা গ্রহণ করেছেন রবার্ট আবের্ক্রোমবি।
শুধু তাই নয়, চমকপ্রদ ওই ঘটনার ভিডিও ইন্টারনেটেও ছেড়েছেন তিনি। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গত ২৮ মার্চ ইউটিউবে আপলোড করা ওই ভিডিওতে দেখা গেছে, ৮ বছর বয়সী ছেলের নড়বড়ে দাঁত দড়ি দিয়ে বেঁধে তা কারের পেছনে বেঁধে নেন রবার্ট।
এরপর কার চালানো শুরু করলে দড়ির সঙ্গে দাঁতটি উঠে চলে যায়।
বিডি-প্রতিদিন/ ২ এপ্রিল,২০১৫/ নাবিল