ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের টাঙ্গাই তেহসিল এলাকায়। দেশটিতে রবিবার এক যুবক বিয়ের জের ধরে পরিবারের ১০ সদস্যকে খুন করেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শহীদ খান সংবাদ মাধ্যমকে জানান, হত্যাকারী গুল আহমেদ তার চাচা জামালের মেয়েকে বিয়ে করতে চাইলে পরিবারের পক্ষ থেকে তা নাকচ করে দেয়া হয়। এর জের ধরে গুল আহমেদ গত বছরের ২৮ নভেম্বর তার বাবা-মা ও দুই ভাইকে হত্যা করে পালিয়ে যায়। আজ রবিবার সে তার চাচা-চাচী ও আট চাচাতো ভাইবোনকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে গুল আহমেদ যে মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল সেও রয়েছে। হত্যাকাণ্ডের পর গুল আহমেদ পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল, ২০১৫/ রশিদা