সবাই জানে মডেল হতে হলেই থাকতে হবে অতি পাতলা ফিগার। শরীরের এই পাতলা অবস্থাকে সাইজ জিরো বলা হয়। ফ্যাশনের জগতে এই চরম রোগা মডেলদের চাহিদা থাকলেও কিছু কিছু দেশ এইসব মডেলের ওপর জারি করেছে নিষেধাজ্ঞা। ইসরায়েল, স্পেন, ইতালির পর এবার ফ্রান্সও অতি চিকন মডেলদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
গত শুক্রবার ফ্রান্স সরকার ক্ষীণকায় মডেলদের ক্যাটওয়াক নিষিদ্ধ করে একটি আইন পাশ করেছে। এতে বলা হয়েছে, যদি কোনো এজেন্ট বা ফ্যাশান হাউজ সাইজ জিরো মডেলদের দিয়ে কাজ করায় তাহলে তাদের জেল ও জরিমানা দুটোই হতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়, চাকরিতে যোগ দেওয়ার আগে মডেলদেরকে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। এতে তাদের বডি মাস ইনডেক্স (বিএমআই) অন্তত ১৮ হতে হবে। ফ্যাশনের জগতে সাধারণত মডেলরা তাদের দৈহিক গঠন বিএমআই ১৮ এর নিচে রাখে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের ক্ষুধাহীনতা প্রতিরোধ প্রচারের অংশ হিসেবে এবং কম খেয়ে ফিগার চিকন রাখতে পরামর্শ দানকারী ওয়েবসাইট বন্ধ করতে এ আইন করা হয়েছে। আইনে এসব ওয়েবসাইটের বিরুদ্ধে জেল ও জরিমানারও বিধান করা হয়েছে।
প্রতিবেদন বলা হয়, ওই ওয়েবসাইটগুলো দীর্ঘ সময় কম খাবার খাওয়ার মাধ্যমে অতি মাত্রায় পাতলা হওয়ার উৎসাহ দিয়ে থাকে। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। এমনকি তাদের মৃত্যু মুখেও ঠেলে দেয়। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/ ৬ এপ্রিল ২০১৫/শরীফ