ভোলার লালমোহনে তিন মাথা বিশিষ্ট এক মেয়ে সন্তানের জন্ম হয়েছে। রবিবার দুপুরে লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুটির জন্ম হয়।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ইয়াকুব আলীর স্ত্রী রোকেয়া বেগম প্রসবের ব্যাথ্যা অনুভব হলে লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে করা ভর্তি হয়। আল্ট্রাসনোগ্রাম করানো হলে মাথার পাশে অদ্ভুত কিছু লক্ষ্য করে ডাক্তার।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আফরোজা জানান, দুপুর দেড়টার সময় তিনি তিন মাথা বিশিষ্ট একটি মেয়ে শিশুর জন্ম দেন। শিশুটি জন্ম নিলে মাথার দুই পাশে আরো দুইটি গোলাকার টিউমারের মতো দেখতে পাওয়া যায়। এসব সন্তান বেশি সময় বাঁচে না বলেও তিনি জানান।
সন্তানটিকে বিকেলেই বাড়িতে নিয়ে গেছে বাবা-মা। সর্বশেষ কি অবস্থায় আছে জানা যায়নি।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল ২০১৫/ এস আহমেদ