ভারতের বিহারে লোডশেডিংয়ের কারণে স্বামী-সংসারকে বিদায় জানিয়ে চিরতরে বাপের বাড়ি পাড়ি জমালেন এক নারী।
জানা গেছে, বিহারের রাজধানী পাটনার মিঠাপুর এলাকার বাসিন্দা রেনু পাশোয়ান। তিন বছর আগে পাটনা জেলার বার্নি গ্রামের শশী ভূষণ পাশোয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রেনু শহর এলাকায় বড় হওয়ায় স্বামীর গ্রামে এসে মানিয়ে নিতে পারছিলেন না। ওই গ্রামে প্রায়ই বিদ্যুৎ চলে যেত এবং একবার গেলে দীর্ঘ সময় ধরে আসে না। আর তাই রেনু বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এরপর তার স্বামী তাকে গ্রামে আনার জন্য বারবার চেষ্টা করলেও আসেননি রেনু। সম্প্রতি রেনু সন্তানের জন্ম উপলক্ষ্যে স্বামীর পরিবারের আয়োজনে একটি অনুষ্ঠানে আসেন। কিন্তু এবার এসেও বিদ্যুৎ পরিস্থিতির কোনো উন্নতি পাননি। এরপর তিনি আবার তার বাপের বাড়ি যাওয়ার জন্য স্বামীকে তাড়া দেন। এছাড়া স্বামীর বাড়ির কাছে থাকা একটি পোল্ট্রি ফার্মের গন্ধও তাকে বিরক্ত করে তুলেছিল। এ নিয়ে স্বামীর পরিবারের সঙ্গে রীতিমতো ঝগড়া হয় রেনুর। যাওয়ার সময় রেনু বলে দেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে তিনি থাকবেন না।
শশী ভূষণ জানিয়েছেন, রেনু সারাক্ষণ বিদ্যুৎ নিয়ে তার সঙ্গে ঝগড়া করতেন। সেখানে ২৪ ঘণ্টায় মাত্র সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে। সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল ২০১৫/ এস আহমেদ