বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে ক্রিকেট প্রেমিক মানুষের সংখ্যা। টি-২০ চালু হওয়ায় জয়ে উঠেছে ক্লাব ক্রিকেটও। তবে মানুষের আনন্দ উল্লাস দেখে আজকাল বোধহয় ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে উঠেছে ভাল্লুকও। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ রকমই এক ঘটনার জন্ম দিয়েছে এক ভাল্লুক।
ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পার্কের পাশ দিয়ে প্রাইভেটকারে করে যাওয়ার সময় এক পর্যটকের ছোঁড়া পাউরুটি খুব চমৎকারভাবে ধরছে এক ভাল্লুক। ভিডিওটি এক সপ্তাহের মধ্যে ১৮ লাখ লোক দেখে ফেলেছে।
ওয়াশিংটনের অলিম্পিক গেম ফার্মের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় স্যামসন এবং তার বন্ধু কেলিয়াগ এ কান্ডটি ঘটায়। কেলিয়াগ ভাল্লুকটিকে লক্ষ্য করে পাউরুটি ওপরে তোলে, ভাল্লুকটি পাউরুটিটি দেখে হাত পা নাড়ানোর পরেই সেটি ছুড়ে মারে সে। ছুড়ে মারার পর মনে হচ্ছিল সেটি ভাল্লুকটির পাশ দিয়ে চলে যাবে। কিন্তু সব শঙ্কা কাটিয়ে ভাল্লুকটি পাউরুটির টুকরোটি তালুবন্দি করে।
https://www.youtube.com/watch?v=IVJApevLoHc
বিডি-প্রতিনিধি/০৮ জুন, ২০১৫/মাহবুব