ল্যান্ডমাইন খুঁজতে এবার ইঁদুরের বাহিনী তৈরি করতে চলেছে কম্বোডিয়া। এসব ইঁদুরদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে কম্বোডিয়ার সরকার।
কম্বোডিয়ার মাইন অ্যাকশন সেন্টারের পক্ষ থেকে হেং রতনা জানিয়েছেন, ''তানজানিয়া থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইঁদুর ধরে আনছেন তারা। প্রায় ১৬টি ইঁদুরকে আবার প্রশিক্ষণ দেয়া হবে।''
একই সাথে রতনার দাবি, যদি কম্বোডিয়া এই পরীক্ষায় সফল হয় তাহলে আগামী দিনে এই প্রকল্পের পথেই হাঁটবে তার দেশ।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৫/ এস আহমেদ