টাইগারদের সুবাদে ক্রিকেট বিশ্বে এখন 'বাংলাওয়াশ' শব্দটি বেশ পরিচিত। কারণ কোনো সিরিজে সাকিব-মাশরাফিরা কোনো দলকে হোয়াইটওয়াশ করতে পারলেই একটায় নাম বাংলাওয়াশ। এই ক্রিকেটের কারণের গত কয়েকদিনে বাংলাদেশে সবথেকে বেশি উচ্চারিত শব্দ কোনটি? এমন প্রশ্নের জবাবে কেউ যদি ‘বাংলাওয়াশ’ বলে দেন তবে তাকে দোষ দেওয়া যাবে না। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর ভারতকেও একই স্বাদ উপহার দেওয়ার স্বপ্নে বিভোর ছিল সারা বাংলাদেশ।
তবে ভারতকে শেষমেশ বাগে পেয়েও এই বাংলাওয়াশ করা যায়নি। তাতে কি? ‘বাংলাওয়াশের’ জনপ্রিয়তা কমেনি একটুও। এমনকি রমজানের বিশেষ আয়োজন ইফতারের সঙ্গে যোগ হয়েছে এই নামটি। আস্ত একটা ইফতারের দোকানের নামই রাখা হয়েছে, ‘বাংলা ওয়াশ ইফতারি বাজার!’
বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৫/মাহুবুব