২৬ বছর বয়সের শিশু! অবাক হচ্ছেন? হবারই কথা। তাকে যখন প্রথম কেউ দেখে তখন কেউ বিষয়টি বুঝতে পারে না, কিন্তু যখন বোঝে তখন বিস্ময়ে চোখ কপালে ওঠে। হয়ত না বুঝেই অনেকে তাকে ইঁচড়ে পাকা ভাবে।
উচ্চতা না বাড়লেও অনেকের বয়স ঠিকই বোঝা যায়। কিন্তু তার সেটাও বোঝার উপায় নেই। বয়ঃসন্ধির কোনও লক্ষণও তার মধ্যে নেই। তাই বয়সের প্রমাণপত্র নিয়ে ঘুরতে হয় তাকে। বোঝাতে হয়, ১০ নয়, এখন ২৬। বালক নয়, সে আসলে যুবক। জন্ম ১৯৮৯ সালে।
আসলে বিরল অসুখে আক্রান্ত দক্ষিণ কোরিয়ার এই যুবকের নাম হাইয়োমিয়াং শিন। ডাক্তাররা বলছেন, হাইল্যান্ডার সিনড্রোমে আক্রান্ত শিন। যে অসুখে বয়স বাড়লেও শরীরে তার ছাপ থাকে না। বাচ্চাদের মতো তুলতুলে গাল। বয়ঃসন্ধির কোনও লক্ষণই ফুটে ওঠে না। গলার স্বর ভাঙে না, যেমন ভাঙে কৈশোরে। এমনকি বাড়াটাও ধীর করে দেয়। তাই যে কেউই হাইল্যান্ডার সিনড্রোমে আক্রান্তদের দেখে এই ভুলটা করতে পারেন।
দক্ষিণ কোরিয়ার এই মানুষটিকে নিয়েই এবার তথ্যচিত্র তৈরি করছে সেখানকার একটি টেলিভিশন। শিন জানিয়েছেন, লোকজন যাতে তাকে বাচ্চা না ভাবে তার জন্য বাড়ির বাইরে বেরোনোর আগে নানা রকম মেকআপ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তার পরেও বয়স বাড়ে না।
বিডি-প্রতিদিন/২৮ জুন ২০১৫/ এস আহমেদ