রাশিয়া সেনাবাহিনীতে সেনা সদস্যরা ভুল করলে তাদের বিভিন্ন রকম শাস্তির মুখোমুখি হতে হয়। তবে লক্ষণীয় ব্যাপার হলো, সেনাসদস্যদেরকে দেওয়া শাস্তির ধরনগুলো বেশ মজার ও বিচিত্র রকমের। আবার শাস্তিভেদে হয় সাজার ধরন। যেমন কোনো সেনা রাইফেল নিতে ভুলে গেলে তাকে কি শাস্তি দেওয়া হয় জানেন? ভুলের শাস্তিস্বরূপ বিশাল বড় একটা কাঠের রাইফেলই ধরে দাঁড়িয়ে থাকতে হয় তাকে। কোনো সেনা যদি দায়িত্বরত অবস্থায় ধূমপান করে তাহলে তাকে ধরিয়ে দেওয়া হয় বিশাল একটি কাঠের সিগারেট যা ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আবর কেউ যদি দায়িত্বরত অবস্থায় মোবাইলে কথা বলে তাহলে তাকে বিশাল বক্স একটা ওয়্যারলেস বক্স ধরিয়ে দেওয়া হয় শাস্তিস্বরূপ। এরকম বহু বিচিত্র শাস্তি দেওয়া হয় দায়িত্বে অবহেলা বা ভুলের কারণে।
শাস্তির এসব ধরন বৈধ না হলেও রুশ সেনাবাহিনীতে অবৈধভাবে জুনিয়র সেনাদের অনেক কঠিন সাজারও মুখোমুখি হতে হয়। এর মধ্যে যৌন হয়রানি অন্যতম। এই নিয়মকে 'রুল অব গ্রান্ডফাদার্স' বলা হয়। 'নিউ ইয়র্ক টাইমস'র ২০০৬ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিচিত্র রকম শাস্তির দরুণ অন্তত ২৯২ জন রুশ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনকে হত্যা এবং বাকিরা আত্মহত্যা করেছে বলে স্বীকার করেছে রুশ সেনাবাহিনী।
বিডি-প্রতিদিন/১ জুলাই ২০১৫/শরীফ