ক্ষুধায় কাতর এক অজগর গাছের উপর উঠে মুখে পুরলো একটা উড়ন্ত বাদুড়কে। অবশ্য শিকার করা তার জন্য সহজ ব্যাপার ছিল না। খানিকটা কসরত করতে হয়েছে বিশালদেহী অজগরকে। প্রথমে অনেকটা নিঃশব্দে গাছে ওঠে। ঝুলে থাকা বাদুড়ের কাছাকাছি যেতেই টের পেয়ে বাদুড় উড়তে শুরু করে। তবে উড়ে যাওয়ার আগেই কিছুটা লাফ দিয়ে ধরে ফেলে অজগর। মুখের ওপর এসে পড়ে শিকার। এরপর মজা করে খেয়ে নিল বাদুড়টিকে।
আর এই বিরল দৃশ্যটি ধরা পড়ে স্টোভেরিংয়ের ক্যামেরায়। মাত্র ২০ সেন্টিমিটার দূর থেকে এই ছবি তুললেন মিলে।
ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?v=96Uiu8nX-Ho
বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই, ২০১৫/ রশিদা